Saturday, April 25, 2020

সৌদি যুবরাজের ‘পৃথিবীর সবচেয়ে দামি বাড়ির’ অন্দরমহল

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নিউক্যাসল ইউনাইটেড ক্লাব কেনার খুব কাছে চলে এসেছেন বলে শোনা যাচ্ছে। দ্য সান এমন খবর দেয়ার সঙ্গে সালমানের বিস্ময়কর বাড়ির বিস্তারিত জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সালমান ফ্রান্সে ৫০ হাজার স্কয়ার ফুটের ওই অট্টালিকা কিনতে যত টাকা খরচ করেছেন, এত টাকা দিয়ে কেউ কোনোদিন বাড়ি করেননি!
২০১৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে চেয়ে ব্যর্থ হওয়া সালমান ‘চিটউ লুই’ নামের বাড়িটি কিনেছেন ২৩০ মিলিয়ন পাউন্ড দিয়ে। ১৭ শতকের ফরাসি দুর্গের আদলে এই বাড়ি তৈরি হয় ২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে।
৩৪ বছর বয়সী প্রিন্স এটি কেনার আগে কিম কার্দাশিয়ান এখানে বিয়ের আসর সাজতে চেয়েছিলেন। বাড়িটি কেনার সময় সালমান কঠোর গোপনীয়তা অবলম্বন করেন।
যে কোম্পানির মাধ্যমে কেনা-বেচা শেষ করেন, তাদের আটটি বিনিয়োগ সৌদি আরবে থাকায় আন্তর্জাতিক গণমাধ্যমের সন্দেহ হয়। পরে জানা যায়, বিলাসী সালমানই বাড়িটির মালিক হচ্ছেন।
কী আছে বাড়িতে: গোটা বাড়ি উন্নত প্রযুক্তি দিয়ে সাজানো হয়েছে। সাউন্ড সিস্টেম থেকে শুরু করে লাইট, এসি সব আইফোন দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। সবচেয়ে চমক প্রার্থণাকক্ষে এবং আড্ডা দেয়ার জায়গায়।
এখানে স্বচ্ছ পানির নিচে রয়েছে বিশেষ চেম্বার, যেমনটি দেখা যায় জেমস বন্ডের সিনেমায়! ৫৭ একর ভূমি সাজানো চোখ ধাঁধানো কারারার মার্বেল দিয়ে। গোটা বাড়িতে ১০টি বেডরুম।
একটি বিশাল অভ্যর্থনা কক্ষ। রয়েছে লাইব্রেরি এবং ওয়াইন রাখার আলাদা জায়গা। সেখানে একসঙ্গে ৩ হাজার বোতল রাখা যায়। শুধু তাই নয়, ইনডোর-আউটডোর পুলের পাশাপাশি রয়েছে প্রাইভেট সিনেমা হল, স্কোয়াশ কোর্ট, দুটি বলরুম এবং একটি নাইটক্লাব।
কপি পোস্ট ঃ Tohalive

We Change Industries or Enterprises

We are a team of creative developers and professionals who trust in creating an inclusive and reasonable work environment for businesses. By using latest technology and frameworks, we design, build, and deliver client-centric and industry-specific Web and App Development Solutions to transform the businesses, and change the future.